অবশেষে খুলে গেল স্কুল কলেজের দরজা
মুক্ত পাখির মতো ডানা মেলতে চাইছে পড়ুয়ারা
পৌনে দু-বছরের গৃহবন্দি জীবন থেকে মুক্তির স্বাদ।


বিধি মেনে স্কুল, কলেজের দরজা আজ উন্মুক্ত
পড়ুয়াদের ওড়ার ইচ্ছে থাকলেও যেন ডানা কেটে দেওয়া হয়েছে ওদের
দমবন্ধ পরিস্থিতির মধ্যে কেটেছে দুঃসহ জীবন।


বন্ধু বান্ধব বিচ্ছিন্ন এক দ্বীপের মতো অসহায় বেঁচে থাকা
শিক্ষক পড়ুয়াদের মধ্যে যেন এক অলীক দূরত্ব
সবাই সবাইকে চেনে তবুও সবই অচেনা জগৎ।


সময়ের পায়ে কে যেন পরিয়ে দিয়েছে প্রাগৈতিহাসিক বেড়ি
মুখের হাসিটুকু হারিয়ে গেছে অচিন অন্ধকারে
পড়াশোনা ছাড়া ছাত্র সমাজ বাঁচবে কী করে!


আবার এসেছে সুদিন, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা সব্বাই স্কুলমুখী
নতুন উদ্দাম নিয়ে শুরু হয়েছে জীবনের প্রভাতী সূর্যোদয়
ভালোবাসা, বন্ধুত্বে ভরে উঠুক শিক্ষার রঙ্গমঞ্চ।


              *******


রচনাকাল - ১৭/১১/২০২১