নববর্ষ
******


নববর্ষে মানুষের জীবন হয়ে উঠুক আনন্দময়
সবরকম অমঙ্গলের ছায়া কেটে যাক -
হাসি খুশিতে ভরে উঠুক এই সুন্দর পৃথিবী।


শিশুরা যেন হাসতে ভুলে গেছে -
ভুলে গেছে হাসি মানুষ, গাছ, পাখির দল
নতুন সোনালী রোদ্দুরে ভরে যাক সব্বার জীবন।


শুধুই আর একটু অপেক্ষা ...
তারপর কেটে যাবে দুঃসময়ের কালো ছায়া
আবার আগের মতো সব্বাই উল্লাসে হাসবে, খেলবে, ছুটবে ...


মানুষের জীবনটা রঙিন আলোয় আলোকিত হবে
সবার মুখে ফুটবে পবিত্র অনাবিল হাসি
ভোরের প্রথম রোদ্দুরের মত হৃদয়ে জ্বলে উঠবে সূর্যের তেজ।


আমরা বাঁচতে চাই, শ্রম চাই, অর্থ চাই
নববর্ষে ঈশ্বরের কাছে সবার জন্যে এই প্রার্থনা করি
শুধুই একটু ধৈর্যের পরীক্ষা, একটু সহনশীলতা ...


             *******


বর্ষ বরণ
******


নতুন শপথ নতুন আশা
নতুন দিনের আলো
ছন্দ ভেঙে এই জীবনে
সুখের প্রদীপ জ্বালো।


হাসি কান্না দুঃখ ব্যথা
এসব নিয়েই জীবন
ভোরের আলো স্বপ্ন লেখে
চাই না কোনো মরণ।


কৃষ্ণচূড়ায় রঙ লেগেছে
ঈশ্বর দাও ঠাঁই
পাখির ডানায় খুশির রোদ
খুশির জীবন চাই।


আঁধার জীবন চাইনা কেউই
কাটবে রাতের ঘোর
চাঁদের আলোয় চোখটি মুছে
দেখবো সোনালী ভোর।


মাটির পৃথিবী সবই মায়া
দেখি সুখের স্বপ্ন
দুঃখী জনম তবুও বাঁচবো
এইআশাতেই মগ্ন।


ভোরের আলোয় নতুন বছর
করবো মোরা বরণ
দয়াল প্রভু হৃদয়ে থেকো
তোমায় করবো স্মরণ।


         ******