টুকরো স্মৃতি জড়িয়ে বুকে
দেখবো বাঁচার স্বপ্ন
নতুন বছর হাতছানি দেয়
সোনালী আলোতে মগ্ন।


কষ্টের চাদর সরিয়ে দূরে
গাইবো জীবনের গান
আগামী পৃথিবী হাসছে দেখো
জাগছে নতুন প্রাণ।


 
চঞ্চল নদী ছুটছে বেগে
অতীত যাকনা ভেসে
শীতের আমেজে দোয়েল ফিঙে
ডাকছে মধুর হেসে।


নববর্ষের প্রথম প্রভাতে
আলোকিত হয় ভোর
ছোট্ট শিশুরা অনাবিল উল্লাসে
কাটুক মুক্তির ঘোর।


 
শিশিরের ঘ্রাণ নিচ্ছে প্রকৃতি
দুঃখটা থাক বুকে
জানবেনা কেউ অন্ধ অতীত
সব্বাই থাকুক সুখে।


   **** 


রচনাকাল - ০১|০১|২০২২