সাম্যের কবি বিদ্রোহী কবি
গাই জীবনের গান
একই বৃন্তে দুটি কুসুম
হিন্দু মুসলমান।


বিষের বাঁশি বাজিয়ে দিয়ে
জাগালে হৃদয়ে প্রাণ
বাংলা মায়ের সন্তান তুমি
ভুলবে না তোমার অবদান।


বাংলা ভাষার তুমি যাদুকর
অমর তোমার সৃষ্টি
ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে দিলে
তুমিই বাঙালির কৃষ্টি।


বাংলা সাহিত্যে রবীন্দ্র নজরুল
বিস্ময়কর দুটি নাম
সংগীতে তোমরা করলে মুগ্ধ
বিশ্বই দিলো দাম।


নতুন প্রভাতে যুব সমাজের
নজরুল ধরে হাত
ধর্ম নিয়ে রাজনীতি নয়
দেখো না কারুর জাত।


       *****


২৬ মে ২০২৩