দশটি মাস দশটি দিন
গর্ভে তুমি নিলে
কোন দোষেতে কোল শূন্য
আমায় দিলে ফেলে!


একটু সুখ একটু সোহাগ
এতেই তুমি খুশি
গর্ভে তোমার হচ্ছে বড়
তোমার বুকের শিশু!


প্রশ্ন জাগে লক্ষ কোটি
বলো হৃদয় খুলে
কী অপরাধ ছিল আমার
আমায় দিলে ফেলে!


ভাবলে নাতো আমার কথা
শূন্য আমার জীবন
কোন সোহাগে হলে সুখী
দেখালে না সুন্দর ভুবন!


কুমারী গর্ভে সুখ খুঁজেছো
হঠাৎ পেলে ভয়
পৃথিবীর আলো নিলে কেড়ে
দিলেনা বংশ পরিচয়!


তোমরা যারা মোদের নিয়ে
খেলছো সুখের খেলা
নবজাতকের কান্না থামিয়ে
বইয়ে দিলে বেলা!


   ****