ভাঙ্গা সেতারের ধুন থেমে গেছে
ভৈরবী রাগে বাজেনা মধুর সুর
অলস সময় হাতছনি দিয়ে ডাকে
অভিমান করে থেকোনা কখনো দূর।


সময়ের বাঁকে থমকে গেছে জীবন
হৃদয়ে লুকানো অবুঝ বোবা কান্না
তবুও জেনো ভালোবাসা থাকে গোপনে
কান্নায় কখনোবা ঝরে চুনী পান্না।


পরিযায়ী পাখির শরীরে বরফ মায়া
হিমেল বাতাসে শীতের কাব্য আসন্ন  
ভাসমান নদীকে গিলে খায় শৈবাল
মানুষের মত প্রকৃতিও আজ বিপন্ন!


শীতের ছোঁয়ায় প্রকৃতি সেজেছে অপরূপ
ফুল বাগিচায় রকমারি ফুলের মেলা
নাবালক দুপুর শীতের পরশ মাখে
সারাটা বিকেল শৈশব করে খেলা।


         *******


রচনাকাল – ০৭/০১/২০২১