মনের জানালার পাশে শুয়ে আছে মরা নদী
শান্ত, ভীষণ রকম ভাবে শান্ত –
ঢেউ নেই, স্রোত নেই
অবাক আমিও!


আজন্ম কালের কান্না বুকে জড়িয়ে শুয়ে
ভেতর থেকে জাগছে অভিমান
এ কেমন নদী জন্ম -
অবাক প্রকৃতিও!


পাষাণ বুকে লক্ষ কোটি ঝরাপাতার নীরব শব্দ
সাদা বকের ডানায় নামছে সন্ধ্যা -
মরা নদী তবুও জাগে না
এতো অহংকার!


বালুচর জুড়ে অসুস্থ ঝিনুকের করুণ আর্তনাদ
রাতের গভীরে ঠিকরে বেরোয় জ্যোতি  
একবিংশ শতাব্দী উপহাস করে –
জানি তোমারও আছে প্রাণ।  


ঝলসানো চাঁদ ভেঙে হয় টুকরো টুকরো
কেন তোমার এতো অভিমান –
একবার চোখ খুলে দেখো
ভালোবাসি আজও।


   *****


রচনাকাল – ০৭/১২/২০২০