নদীর ভাঙন রুদ্র রূপ গ্রামকে করছে গ্রাস
আবর্জনা ফেললেই নদী হবে জানবে ত্রাস।


অবুঝ মানুষ নোংরা ফেলে খরস্রোতা নদীর বুকে
কবে ফিরবে হুস মানুষের কবে থাকবে সুখে?


লক্ষ কোটি মাঝি ধীবর ভাসায় নদীতে ভেলা
রুজি রোজগার নদীই দেবে খুশিতে কাটবে বেলা।


স্বপ্নের রঙ আকাশ জুড়ে নদীতে ছড়ায় জাল
মাছের নেশায় পাগল ধীবর নদী এখন বেহাল!


নদী বাঁচাও তোমরাও বাঁচো এসো আওয়াজ তুলি
জল বাঁচিয়ে জীবন বাঁচাই মরণ ভবিতব্য ভুলি।


ভারতবর্ষ নদীমাতৃক দেশ কেন দেখাও হিংসা দ্বেষ
ভালোবাসো নদীকে হৃদয়ে পাবে সুখী জীবনের রেশ।


          *******


রচনাকাল – ১৮/১২/২০২০