তিরতির করে বয়ে চলেছে অভাগা নদীটা
বুকের পাঁজরের সব জল কে যেন শুষে নিচ্ছে
তেপান্তরের মাঠ পেরিয়ে তাকে যেতে হবে বহুদূরে
পারবে কী নদীটা সাগরের সাথে সঙ্গম করতে!


ক্লান্ত বিধ্বস্ত নদীগুলোর কেন এমন হাল –
ফাগুন বাতাসের গরম বাতাসের নীরব আস্ফালন
ভরা জ্যোৎস্নার রাতে চিকচিক করে মরা নদীর জল
কেমন করে চলবে পথ জানা নেই নদীও ...


বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠে বিকলাঙ্গ নদীগুলো
দুকূল ভাসিয়ে দিয়ে চলে যায় আপন খেয়ালে –
পলি জমতে জমতে নদীর বুক নাব্যতা হারায়
গরমের তীব্রতা বাড়ার সাথে সাথেই শুকিয়ে হয় মাঠ।


নদীর পাঁজর মাড়িয়ে মানুষ পেরিয়ে যায় অনেকটা পথ
কোনোদিন কী ফিরে পাবে না আগের মত উচ্ছল নদী জল
খরস্রোতা নদীর জলে লক্ষ কোটি মানুষের জীবন জীবিকা
নদীকে বাঁচাতেই হবে নিজেদের জন্য, প্রকৃতির জন্যেও।


      *******


রচনাকাল – ২০/০৩/২০২১