টুপটাপ করে বৃষ্টি পড়ছে সারাটা দিন
সাঁঝবাতির আলো নিভে যাওয়ার আগেই উঠলো ঝড়
ভাসমান জীবনের সাথে মানিয়ে নিয়েছে আমজনতা।


হৃদয়ের বালুচরে লুকিয়ে আছে মরা নদী বাঁধ
জলোচ্ছ্বাসে তলিয়ে যাবে কী মানুষের সেই অলীক নির্মাণ
প্রকৃতির ছোঁয়ায় ধীরে ধীরে জেগে উঠছে শৈশবের খেলাঘর।


পূর্ণিমা রাত, অথচ পূর্ণ চাঁদের দেখা নেই -
বৃষ্টি নেমেছে শহর থেকে গ্রাম সর্বত্রই  -
অচেনা আঁধারে ডুবে যাচ্ছে সব্বার কুণ্ঠিত মুখ।


বর্ষার জলছবিটা বদলে যাবে ভেবেছিল নাগরিক জীবন
কিন্তু কিছুই হল না, কঠিন জীবন পিছু ছাড়েনি আজও
অল্প বৃষ্টিতে এখনও ডুবে যায শহরতলির পথঘাট।


             *******


রচনাকাল  - ২০|০৬|২০২২