লিমেরিক – নকল দাঁত
******************


আসল দাঁতটা গেছে ভেঙে পরছে নকল দাঁত
কজন চেনে আসল সোনা কজন চেনে জাত
কবিতা লেখে অনেক কবি
সবাই কী আর হবে রবি
অট্টহাসি হাসতে গিয়ে বেচারা হল কুপোকাত।


      ******


লিমেরিক – কদর
***********


লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী ভীষণ এখন ব্যস্ত
মর্তে এসে থাকবে কেমনে সেটাই ভেবে স্তস্ত্র
মায়ের কাছে করছে আদর
মুখোশ পরলে বাড়লে কদর?
দুর্গা মাও ভেবে অস্থির রাখবে কোথায় অস্ত্র!


    *****


রচনাকাল – ২০/১০/২০২০