অনুকবিতা – নকল হাসি
*****************


দুঃখ ব্যথা জড়িয়ে বুকে
আর কতদিন চলবে
নকল হাসি হাসতে গিয়ে
সুখের কথা বলবে!


যেওনা ভুলে কঠিন লড়াই
এখনও অনেক বাকী
চোখের কোণে জমছে জল
তবুও লুকিয়ে রাখি।


   ****



অনুকবিতা - পুজোর গন্ধ
*****************


পুজোর গন্ধ লাগছে গায়ে
তবুও পায়না হাসি
শিউলি ফুল নীরবে ঝরে
সবই হয়েছে বাসি।


আগমনী সুর ছন্দ হারায়
বাতাস বিষাদে ভরা
খুশির রোদে মেঘ জমেছে
শরতে লেগেছে খরা!


   ****


রচনাকাল – ২৬/০৯/২০২০