কবিতা – নরক
***********


মিথ্যে প্রতিশ্রুতি অনেক হল এবার কিছু দাও
বাঁচতে চাই মানুষের মত  দিয়ে কিছু নাও।


কান্না ভেজা পিছল পথে তোমরাই আলোর দিশা
ভাল চোখে তাকিয়ে দেখো ঘর ভরা অমানিশা।


অভিমান করে থাকবো না আর দাও দুমুঠো ভাত
হৃদ স্পন্দন থামবে এবার কাটে না মোদের রাত।


কোজাগরী চাঁদ রোজ ওঠেনা তবুও দেখি আকাশ
হঠাৎ যদি হয় অবসর খাবো দখিনা বাতাস।


নরক থেকে বলছি শোনো বাঁচার ঠিকানা চাই
সভ্য জগৎ তাকিয়ে দেখো মোদের কিছুই নাই!


       *******


রচনাকাল – ১৫/০৬/২০২০



কবিতা - গরীবের ভগবান
*****************


টাকা পয়সা সোনা দানা সবই রইবে পড়ে
সৎ মানুষই হবে পরিচয় নইলে যাবে ঝরে।


পাপের বোঝা কেউ নেবেনা নিতেই হবে দায়
ভাল কাজে সঙ্গে পাবে পরিবার আত্মীয়র সায়।


মানব সেবায় জীবন তুমি সদাই করো দান
ঈশ্বরকে সাথে পাবে গরীবের তুমিই ভগবান।


বিপদ আপদে পাশে থেকো তুমিই প্রকৃতি বন্ধু
সব মানুষের আশিষ পাবে হৃদয় হবে সিন্ধু।


রোজ দুবেলা পায়না যারা দুমুঠো বাসী ভাত
ক্ষুধার অন্ন দাওনা খেতে দেখোনা কোনো জাত।


ধন দৌলত আছে অনেকের ক’জন সেবায় যুক্ত
গরীবের মাঝেই পাবে ঈশ্বর করবে তোমায় মুক্ত।


       ******


রচনাকাল – ০৬/০৬/২০২০