ছড়াক্কা – নরক যন্ত্রণা
**************


ফুল পাখি ঘুমিয়ে গেছে তবুও জেগে মানুষ
দিন রাত্তির হয় একাকার
ভাঙছে যত বাঁধ জলাধার
বাসী রুটিও পাওয়া ভার
কোথায় পাবো সুখের দ্বার
নরক যন্ত্রণার নেই মুক্তি জীবন হয়েছে ফানুস।


        ******


অনুকবিতা – উপোস
***************


উপোস করে চাষির ঘর
দুবেলা হয়না রান্না
সকাল থেকে সাঁঝ অবধি
শিশুরা করে কান্না।


হাসি খুশি গরীব চাষি
নেই তাদের জাত
কাদা মাখা সারা শরীর
বিনিদ্র কাটে রাত

  ****


রচনাকাল - ১২/০৮/২০২০