যুগ যুগ ধরে নারীরা আজও বঞ্চিত নিপীড়িত
মায়াবী আলোকময় এই ধূসর পৃথিবী -
ভালোবাসার মায়াজালে জড়িয়ে পড়ে অসহায় নারী
তাদেরই অলক্ষে চুরি হয়ে যায় যৌবন।


নারীরা অন্তরে অন্তরে পুড়ে হয় ছাই
আজীবন জ্বলতে জ্বলতে নিঃস্ব হয়ে যায়
নারীর ব্যথা বোঝার মত হৃদয় কোথায়!
অবুঝ কান্না লুকিয়ে রেখে তবুও তারা হাসতে জানে।


কিন্তু নারী শক্তির ভয়ংকর রূপ জানে না সবাই
জানলে সভ্য সমাজে এতো অসভ্যতামি চলতো না
পুরুষের ঋণ বড্ড বেড়ে যাচ্ছে নারীর কাছে –
কেমন করে শোধ করবে ঋণ সভ্য পুরুষ জাতি!


হৃদয়ের অলিন্দে উঁকি দেয় নারী শক্তির রূপ
জেগে উঠলেই আর রক্ষে থাকবে না ...
মা দূর্গার অসুর নিধনের কথা নিশ্চয় সব্বার মনে আছে
পৃথিবীর অপরূপ সৃষ্টিতেও নারীর মহিমা সর্বদা বিরাজমান ।


      *******


রচনাকাল – ১২/১০/২০২০