শীতের ঠান্ডা জমে জমে তৈরি হয় বরফ
গরীবের হাড়ের ভেতর ঢুকছে ঠান্ডা হাওয়ার স্রোত
ঠান্ডার কষ্ট বুকে নিয়ে ওরা রাত্তির কাটিয়ে দেয়।


বিবর্ণ রোদ্দুর উঁকি দেয় গরীবের ভাঙা বারান্দায়
সিঁড়ি ভাঙা অঙ্কের মতো ওদের ব্রাত্য জীবন -
ব্যস্ত সময় চুরি হয়ে যায় অনিচ্ছার অন্ধকারে।


বুকের পাঁজরে লেখা হয় নষ্ট বিকেলের কাব্য
শীতের বরফ কখন যে গলতে গলতে গলা অবধি ঠেকেছে।
কিছু বোঝার আগেই যেন পরাধীনতার গ্লানি ছুঁয়ে যায়!


বসন্তের কোকিল এখনও কলরব শুরু করেনি
ভোরের কুয়াশায় ডুবে যাচ্ছে দারিদ্র্যের সোহাগ
বসন্ত পঞ্চমী উৎসবে গরীবের কি বা এসে যায়!


জড় পদার্থের মতো কেটে যায় অভিশপ্ত জীবন
বিবর্ণ পাণ্ডুলিপির কোথাও একফালি সুখের কাব্য নেই
ঝরাপাতার শব্দে ভেঙে যায় শীত বরফের অহংকার।


              *********


রচনাকাল - ০৪/০২/২০২১