ভোরের শিশির হিমেল বাতাস
নতুন ধানের ঘ্রাণ
হৃদয় জুড়ে খুশির আবেশ
জাগছে নতুন প্রাণ।


শিউলি ঝরা প্রভাত আলোতে
সোনালী ফসল হাসে
কষ্টের দিন হবে অবসান
প্রকৃতি যে ভালোবাসে।


ধানের শিসে রঙ লেগেছে
শুধবে সকল ঋণ
দুমুঠো অন্ন জুটবে এবার
কাটবে সুখে দিন।


ঘরে ঘরে নবান্ন উৎসব
মিলবে শ্রমের দাম
পল্লী বাংলা হাসছে দেখো
জুড়ায় কৃষকের ঘাম।


ধানের ঘ্রাণে ঘুমায় কৃষক
দেখবে নতুন ভোর
প্রভাত আলো পড়বে মুখে
আসবে হৃদয়ে জোর।


   ****


রচনাকাল – ০৫/১১/২০২০