ভুলেই গেছি মানুষ হতে
   করছি শুধুই দাবী
      কোনটা ন্যায় কোনটা অন্যায়
          হাতের মুঠোয় চাবি!


লজ্জা শরম নেই আমাদের
   আনছি চোখে জল
       মায়ার খেলা বুঝলো ক’জন
           করছি কেবলই ছল!


পরের ক্ষতি করেই যেন
   পেলাম মহা সুখ
      ন্যায় অন্যায় মানেনা কেউ
          পরকে দিলাম দুখ!


জনম জনম ঠকিয়ে মানুষ
   তারাই হল নেতা
       ন্যায় বিচারে প্রহসন হয়
           নেতারা যেন ত্রাতা!


অন্যায় দেখেও আমরা সবাই
   মুখ বুজে থাকি
      বাড়বে বিপদ মুখ খুললেই
          এখনো অনেক বাকী!


দশভুজা মাগো তুমি
   আর থেকোনা চুপ
      বিচার করো ন্যায় অন্যায়
          দেখাও রনংদেহি রূপ!


         ********