মেয়ে
তোমাকে
তিলোত্তমা
করলো ওরা
বিচার কোথায়
পাবে ন্যায় বিচার
গর্জে উঠেছে সভ্যতা
মোমবাতি  মশাল  হয়
বাবা মায়ের স্বপ্নে ভাঙন
সারা দেশ চায় ন্যায় বিচার
বিচার  যেন  প্রহসন  না  হয়
ফাঁসির দড়িতে লিখুক মৃত্যুদণ্ড
শরৎ রোদ্দুরে যৌবন হারিয়ে যায়
ভেঙে তছনছ তিলোত্তমার স্বপ্ন সাধ।

        ******

রচনাকাল -
২৫শে আগস্ট ২০২৪