ছোট্ট শিশুরা এসো সবাই
দেখাবো নতুন দেশ
নিষেধ বাধা নেই সেখানে
নেই হিংসা দ্বেষ।


চাঁদের সাথে খেলছে শিশুরা
সূর্যের সাথে আড়ি
ভালোবাসা থাক বেঁচে থাক
ফিরবো না আর বাড়ি।


সূর্যের রঙ মাখবো গায়ে
হবো প্রভাত আলো
চাঁদের আলোয় করবো স্নান
থাকবে না কোনো কালো।


নীল সূর্যের দেশে গিয়ে
গাইবো নতুন গান
সুখ দুঃখের কাব্য ভুলে
বাঁচাবো মহৎ প্রাণ।


পাখির ডানার স্বপ্ন লিখে
দিলাম দুয়ার খুলে
মুক্তির স্বাদ শিশুরাও চায়
যেও না কখনো ভুলে।


       ******


১৭ নভেম্বর ২০২২