চোখের জলে ভিজে গেছে কবরের মাটি
চির ঘুমে ছোট্ট একরত্তি মেয়ে
দু দিনের জ্বর -
কিছু বোঝার আগেই সবকিছু শান্ত
এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি করতে করতে সব শেষ।


কষ্টে বুকটা ফেটে যাচ্ছে  -
দুচোখ দিয়ে জল এমনিই গড়িয়ে পড়ছে সব্বার
বুক ফাটানো চীৎকারে থমকে গেছে প্রভাতের রঙ
বিবর্ণ প্রভাত জুড়ে নেবে এসেছে ঘন অন্ধকার।


নীল বালুচর জুড়ে লক্ষ কোটি মরা ঝিনুক
এর মধ্যে একটারও কী প্রাণ নেই
যার মধ্যে লুকিয়ে আছে ঐ ছোট্ট শিশুর প্রাণ ভোমরা
কেউ কী জানেন....  চীৎকার করছে শিশুটির মা
সব্বাই নির্বাক, সব্বাই যেন বোবা পাথর।


            ********


রচনাকাল  - ১৬|০৮|২০২২
( আজ সকালে আমার প্রতিবেশী ছোট্ট ভাইঝির অকাল মৃত্যুর পর রাতে লেখা)