দুটি হৃদয়ের অকূল দরিয়ে
নীল সাগরের জল
ওষ্ঠ শুকিয়ে মরুভূমি হয়
কোথায় সুখের স্থল!


খেলার পুতুল হারিয়ে গেছে
শৈশব দুপুর খুঁজি
খেলার সাথী নেইতো কাছে
খুঁজতে লাগে পুঁজি।


যৌবন এখন নীল বারান্দা
নেই মানুষের বোধ
খেলার পুতুল কাঁচের পুতুল
নিচ্ছে ওরাও শোধ।


অলীক পুরুষ দাঁড়িয়ে আছে
নিশুতি আঁধার রাত
স্বপ্ন পুরুষ শৈশব খোঁজে
ভালোবাসার নেই জাত।


নীল সাগরের জলের ঢেউয়ে
ভাসেছি সারাটা জীবন
দুয়ারে দাঁড়িয়ে খেলার সাথী
করবে আমায় বরণ!


   ****


রচনাকাল – ২৫/০৮/২০২১