বুকের মধ্যে উড়ে বেড়ায় নীল প্রজাপতি
শীতের অলস দুপুরে মিঠে রোদ্দুরের মায়াজাল
ভালোবাসার ছোঁয়ায় ডগমগ করে প্রজাপতির দল।


ফুলের বাগিচায় ওদের অবাধ বিচরণ –
হিমেল বাতাসের স্পর্শে কেঁপে ওঠে ডানার স্পন্দন
সারা দিনই রঙিন পাখনা মেলে ঘুরে বেড়ায় নীল প্রজাপতি।


ছিন্নমূল মানুষের মত ওরা দলছট নয় ...  
একসাথে ওরা উড়ে বেড়ায় এক ফুল থেকে অন্য ফুলে
ছন্দময় স্বরলিপিতে বাঁধা নীল প্রজাপতিদের জীবন।


ভালোবাসার স্পর্শে তারা পরাগমিলন ঘটায় ফুলে ফুলে
সোহাগের ওমে জন্ম হয় লক্ষ কোটি প্রজাপতি –
শীতের নরম রোদ্দুরের ছোঁয়ায় ডানায় খেলা করে রামধনু রঙ।


ভোরের শিশির বিন্দু পান করে ওরা আহ্লাদে –
কুয়াশার চাদর সরিয়ে সরিয়ে ফুলের মধু সন্ধান করে
নীল স্বপ্ন বুকে নিয়ে নীল প্রজাপতি উড়ে বেড়ায় রঙিন বাগিচায়।


        ********


রচনাকাল – ১৮/১২/২০২০