নিন্দুক লোক বলছে বলুক
                       হিংসা বিষ দিয়ে
মনের আকাশে উড়ছে পাখি
                       সুখের পসরা নিয়ে।


কুকথা বলছে নিন্দুক লোক
                   চাঁদের শরীর কালো
চাঁদ বলছে নেই দুঃখ
                 আঁধারে ভরাবো আলো।


গরীব যদি হয় বড়লোক
                     ধনীর ধরে জ্বালা
নিন্দুক লোক বাঁকা কথায়
                      পেয়েছে সোনার থালা?


নিন্দুক লোক করছে বিচার
                       হাসুক খুশি যত ...
বাঁকা কথায় পড়ুক ছাই
                      লজ্জায় মাথা নত।


        *********