এক বাউন্ডুলে পথিকের কান্না
নীরব অভিমানে ঝরে পড়ে ...
অবহেলা লাঞ্ছনা তার নিত্য সঙ্গী
জন্মাবধি বেদনার গান যেন তারই ইতিহাস!


কেন জন্ম হল এক অবাঞ্ছিত বাউন্ডুলের
জঞ্জালের স্তুপ থেকে কুড়িয়ে এনেছে বস্তিতে
হয়তো কুমারী গর্ভে যে হয়েছে অঙ্কুরোদগম
লোক লজ্জার ভয়ে ফেলে গেল কুৎসিত নর্দামায়!


বিধাতার চোখে পড়ে নাকি এমন অবাঞ্ছিত জন্ম
ভালোবেসে সোহাগের করুণ পরিণতি এমন কেন
কেন শাস্তি দেন না বিধাতা পুরুষ –
নরকের কীটের মত বেঁচে থাকতে হয় অবৈধ সন্তানদের!


শরতের মেঘের মত একফালি মেঘ ভেসে যায়
নীরব অভিমানে বেজন্মা বাউন্ডুলেরা হয় বস্তির মস্তান
তাদের কেউ বোঝে না, কেউ বুঝতে চায় না
অন্ধকার রাতে বাউন্ডুলেদের কান্না অসহায় গুমরে মরে!


              *******