পায়ের বালিশ মাথায় আছে
মাথার বালিশ পায়ে
ঝগড়া শুধুই লেগেই আছে
ননদ এবং জায়ে!


শ্বশুর শ্বাশুড়ি জামাই ননদ
বউমা বাড়ির ঝি
মুখে মুখে করলে তর্ক
শ্বাশুড়ি বলে একী?


দিনে দিনে যায় শুকিয়ে
শরীর ঘাটের মড়া
মাথা তুলে বললে কথা
পড়ে পিঠে খাঁড়া!


বাড়িতে যদি অতিথি আসে
শ্বাশুড়ির কত দরদ
বউমার মত হয়না মেয়ে
ছেলে আমার মরদ!


শরীর জ্বলে শ্বাশুড়ির কথায়
নীরব চোখে জল
মনের দুঃখ লুকিয়ে মনে
হেসেই করি ছল!


এই পরিবার হাজারো আছে
বউমাকে পুড়িয়ে সুখ
জনম জনম বধূরা জ্বলে
মেয়েদের জন্যে দুখ!


    ******