অচেনা মানুষের ভিড় চেনা রাস্তায় আনাগোনা করছে
সবাই তাকিয়ে আছে এ ওর মুখের দিকে
কেউ কোন কথা বলছে না
আধুনিক সভ্যতার যেন নির্বাক চলচিত্রের জলছবি।


হাওয়ার মত তারা যেন কেমন বোবা
অনুভব করা যায় কিন্তু দেখা যায় না
অচেনা মানুষদের দেখা যায় কিন্তু তারা নির্বাক!


দিগন্তের বুক চিরে হেঁটে যাচ্ছে অগণিত মানুষ
কোথায় যাচ্ছে কেউ কিচ্ছুটি জানে না
সমগ্র দেশ জুড়ে কেমন যেন এক উৎকণ্ঠার পরিস্থিতি!


অন্ধকার আকাশ থেকে নেমে আসছে বিদ্যুতের ঝলকানি
দিগভ্রান্ত মানুষ ছোটাছুটি করছে সারাটা দিন
অচেনা মুখগুলো কেমন কালো কাপড়ে ঢেকে যাচ্ছে!


কারা ওরা কেউ কিছু বলতে পারছে না
তারপর রাতের অন্ধকার ফালাফালা করে দূত মিলিয়ে যাচ্ছে
এ যেন এক হাওয়া বাজির খেলা চলছে।


চারিদিকে ওঠে কান্নার রোল আর হাহাকার
মৃত্যু মিছিল পেরিয়ে আসছে মা বোনেরা
রক্তে ভেসে যাচ্ছে গোটা একটা নির্বাক দেশ!


        *********