মুখ চেপে ধরে আছে সভ্যতা -
বর্ণমালার অক্ষরগুলো ক্রমশ নিরক্ষর হচ্ছে
ভাষাহীন মানুষ বাচালতা ভুলে গেছে।


হামাগুড়ি দিয়ে হাঁটছে শীতের রোদ্দুর
পাণ্ডুলিপির ভাষাগুলো হারিয়ে যাচ্ছে সভ্যতার গহ্বরে
সহজপাঠ, বর্ণপরিচয় ক্রমশ বর্ণহীনতায় ভুগছে।


সভ্যতা এগিয়ে চলেছে ...
মানুষের ভাষা নিরক্ষর হচ্ছে
ভুল স্বীকার করতে লজ্জা পায় আধুনিক মানুষ।


নিরক্ষর মানুষ, নিরক্ষর সভ্যতা -
সঠিক পথ হারিয়ে যাচ্ছে সময়ের রুগ্ন খেয়ালে
অস্তমিত সূর্যের আলো মিলিয়ে যায় দিগন্তের বাঁকে।


               ********


রচনাকাল - ১৬|১২|২০২১