দূষণে বাতাস যাচ্ছে ভরে
তবুও নেই হুঁশ
প্রকৃতির বুকে মারছো কুঠার
তাকেও দেবে ঘুস?


নিজেরা জানো না করছো কী
বাঁচতে শিখবে কবে
নিঃশ্বাসে বিষ ভরিয়ে দেবে
রক্ত শূণ্য হবে।


বুকের পাঁজরে ধরেছে ঘুণ
বাঁচার রাস্তা বন্ধ
স্বপ্নের রোদে ঝলসে যাবে
মানুষ হবেই অন্ধ।


সবুজ বনানীর রক্ত ক্ষরণ
সহ্য হয় না আর
আগামী প্রজন্ম বাঁচবে কেমনে
বইবে কষ্টের ভার?


গাছ লাগাও প্রাণ বাঁচাও
হৃদয়ে লিখি শব্দ
মানুষ শিখবে মানুষ জানবে
নইলে হবেই জব্দ।


        ******


রচনাকাল  - ০৭|০৬|২০২২