রাতের শহরটা যেন নিয়ন আলোর নদী
অপরূপ মায়াবী নদীর মত মনে হয় –
আলোর খেলায় বশ্যতা মেনে নিয়েছে প্রকৃতি
মাঝে মাঝে বৃষ্টির ঝাটে ভিজে যাচ্ছে শহরের বুক।


প্রাক বর্ষার প্রস্তুতি শুরু হয়ে গেছে শহর থেকে গ্রাম
আকাশ জুড়ে ঘন মেঘের দুরন্তপনায় দিশেহারা পাখির দল
হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজিতে দিচ্ছে সব্বাইকে।


নিয়ন আলোর নদীতে নেমে এসেছে বৃষ্টির মাতন
সারা দিন মানুষ অনুভব করতে পারে না শহরের রূপ
রাত্তির বাড়ার সাথে সাথেই শহরটা হয়ে ওঠে আলোর নদী।


শহুরে জীবনে সভ্যতার রঙমশাল মানুষের চোখে মুখে
গতিশীল জীবন ধারায় ব্যস্ততায় ভরা আধুনিক মানুষ
পিছন ফিরে তাকাবার অবকাশ কোথায় –
ভোর আকাশের ছোঁয়ায় নিয়ন আলোর নদী ক্রমশ হারিয়ে যায়।


      ******


রচনাকাল – ১৪/০৬/২০২১