নদীর ঘাটে বাঁধা আছে
ছোট্ট জীবন তরী
সেই তরীতে ভাসাই ভেলা
বাঁচি কিংবা মরি।

নদীতে লেখা জীবন জীবিকা
মাছ ধরবার নেশা
বলতে পারো মাছ বেচা
ঐ আমাদের পেশা।

পেটের তাগিদে মাছই ধরি
দুমুঠো অন্ন পাই
বিলাসিতার নেই প্রয়োজন
শুধুই বাঁচতে চাই।

নদীর ঘাটে অপেক্ষা করে
অভাবী আপনজন
কখন ফিরবে ঘরের লোক
প্রহরে প্রতিক্ষণ।

নদীর জলে কুমির ঘোরে
ঘাটেও মারে উঁকি
কঠিন লড়াই দুর্যোগ ঝড়ে
নিতেই হবে ঝুঁকি।

      *****

রচনাকাল -
১লা সেপ্টেম্বর ২০২৪