হিমেল বাতাসের সাথে মিশে যাচ্ছে নিম্নচাপের যন্ত্রণা
কার্তিক মাসের শেষ বেলায় মানুষ ভয়ে ভয়ে আছে
যদি আবার কোনো বিপর্যয় নেমে আসে বাংলার বুকে।


আয়লা, আমফান, একটার পর একটা ঝড় ...
অসহায় মানুষ একটু মুখ তুলে বাঁচতে চাইছে
আকাশের মুখ ভার দেখে সবাই কেমন কুঁকড়ে আছে।


সব পুজো শেষ, একটুখানি হলেও খুশির ছোঁয়া লেগেছে কমবেশি সব্বার
সোনালী ধানের শিসে ভরে উঠেছে সবুজ প্রান্তর
শিশিরের ছোঁয়া পেয়ে মাথা দুলিয়ে হাসছে যুবক সোনালী ধান।


সারাটা দিন লুকোচুরি খেলছে মেঘ এবং রোদ্দুর
জীবনের রঙ কী আবার ফ্যাকাসে হয়ে উঠবে কেউ বুঝতেই পারছে না
অক্টোপাসের মত যেন গিলে খাচ্ছে সব্বাইকে।


আবার নিম্নচাপ, আবার বৃষ্টি, সাথে হিমেল হাওয়ার দাপট
এখনও মানুষ মুখ থেকে খুলে দিতে পারে নি মুখোশ
মানুষ আর নকল মুখোশ পরে না, মুখ দেখে চেনা যায় মানুষ না কঙ্কাল!


              *******


রচনাকাল - ১৫/১১/২০২১