অচেনা রোদ্দুরে হেঁটে চলেছে অসংখ্য মানুষ
পরিযায়ী পাখিদের মত স্বপ্নহীন ধূসর জীবন
এক দেশ থেকে আর এক দেশ উড়তে উড়তেই জীবনটা কেটে যায়।


গরীব জন্ম অধিকার হীনতায় ভোগে প্রতিটা দিন
নগ্ন রাত্তির খুঁজে ফেরে অসহায় মানুষের কান্না
মিছিল থামবে কবে কেউ জানে না।


হৃদয়ের গভীরে ডুব সাঁতার দিয়ে দেখছে জীবন যন্ত্রণার ছবি
সম্বলহীন উদ্বাস্তু কান্নার উপনদী চুঁইয়ে ক্ষরণ শুরু হয়েছে
অচেনা রোদ্দুরে ঝলসে যাচ্ছে অলিখিত ভালোবাসার ওম।


ভোরের শিশির ভেজা ঘাসের বুক উবে যাচ্ছে স্বপ্নের রোদ্দুর
হিমেল বাতাসের বুক চিরে উড়ে যায় একঝাঁক সাদা বক
অচেনা রোদ্দুরের ঠিকানা হয় তো ওদের ডানার মধ্যে লুকিয়ে আছে।


               *******


রচনাকাল - ১০/০১/২০২২