অগোছালো রোদ্দুর ক্লান্ত হয়ে মাটিয়ে লুটায়
বর্ষার মেঘে বিন্দুমাত্র ছলনা নেই -
যে কোন মুহূর্তে ভাসিয়ে দেবে সব কিছু।


ভিজে মাটিতে জীবনের রঙ লেগে আছে
চিরকাল মাটির বুকের মধ্যে লুকিয়ে শস্যের অঙ্গীকার
বৃষ্টিতে ভিজতে কৃষকের তাই কোন কষ্ট হয় না।


হাড়ভাঙ্গা খাটুনিতে তারা ফসল ফলায়
কাদা মাটির ভেতর থেকে খুঁজে পায় জীবনের রসদ
সোনালী ফসল ঘরে তুলে সব্বার মুখে হাসি ফোটায়।


আষাঢ়ের ঘন ঘোর মেঘে সবুজ প্রাণ পায়
বাঁচতে শেখে নতুন খুশির আবেশ নিয়ে
দুঃখের কথা শুনতে আর ভাল লাগে না কারুর।


মানুষের কাছে মানুষের যত আছে ধার দেনা
জেনো শোধ হবে একদিন কোন এক বর্ষার সন্ধ্যায়
জীবনের রঙ বদলে দেবে মানুষই, কারণ মানুষ সবই পারে।


        *******


রচনাকাল - ০৭/০৭/২০২০