সন্ধ্যা তারা এখনও যায়নি ডুবে
হঠাৎ শঙ্খচিলের ডানায় নেমে আসে মেঘ
অকাল বৈশাখী ঝড়ে আঁধার নামে গ্রাম শহরে
দিগন্ত জুড়ে উন্মাদ হাওয়ার দাপাদাপি।


ঝড়ে লণ্ডভণ্ড ঘর বাড়ি, ভাঙা ভবিষ্যৎ
পড়ন্ত বিকেলেও ঝড়ের কোন পূর্বাভাষ ছিল না
গাছের মগডাল ভেঙ্গে অবিন্যস্ত রাস্তা ঘাট
সন্ধ্যাতারা নিরুপায় ভাবে মুছে গেছে আকাশ থেকে।


ইতিহাসের পাতায় বন্দী কালবৈশাখী ঝড় ...
প্রতি বছরই আসে আর ছিন্নভিন্ন মানব জীবন
চেনা আকাশকে মনে হয় ভীষণ অচেনা
সন্ধ্যের আকাশ অভিমানে মুখ গোমরা।


ঝড় ফিরে গেছে আধখানা চাঁদকে রেখে
বেয়ারিস মেঘ গুলো ক্রমশ বিলীন হচ্ছে
সুখী গৃহকোণে কান্না ভরা বিষাদের ছায়া
জোনাকির দল হাসছে মৃত্যুভয় উপেক্ষা করে।।


           ******