ঠাকুরের কাছে মাথা খুঁড়ছে মানুষ
নীরব পাথরের দেবতা ...
পড়ন্ত বিকেলের ক্লান্ত রোদ্দুরে ঠায় দাঁড়িয়ে মানুষ
যদি কিছু অলৌকিক ঘটনা ঘটে সেই প্রত্যাশায়।


ধ্বংসের খেলায় মেতে উঠেছেন পাথরের দেবতা
ভালো নেই কেউই,  না মানুষ,  না বিশ্ব প্রকৃতি
অন্ধ কূপের মধ্যে ডুবে যাচ্ছে হৃদয়ের গভীর আকুতি।


ফুলের সুগন্ধ নিতে ভুলে গেছে দেবতা -
নষ্ট জীবনে সুখের জ্যোৎস্নায় স্নান করতে চায় সব্বাই
ভরা কোটালের জলে ভেসে গেছে স্বপ্নের তাজমহল।


কান্না লুকিয়ে রাখতে শিখে গেছে মানুষ -
মন্দির মসজিদ গির্জায় অনেক তো মাথা ঠোকা হল
পাথরের দেবতা তেমনি নীরব, ঝরাপাতার মতোই শব্দহীন ...


সূর্যে গ্রহণ লাগার মত মানুষকে গিলে খাচ্ছে দিনের আলো
অন্ধকারে ডুবে যাচ্ছে মানুষের অনাগত ভবিষ্যৎ
নতজানু হয়ে ভিক্ষা চাইছে পৃথিবীর নগণ্য জীবের দল।


          *******


রচনাকাল  - ২৬|০৮|২০২১