একটা করে দিন পেরিয়ে যায় অবলীলায়
ঋতুগুলোও পেরিয়ে যায় সমান তালে -
এমনি ভাবেই দিন মাস বছর ক্রমেই ফুরিয়েই আসে।


চোখের নীচে খরাক্লিষ্ট কান্নার ছাপ স্পষ্ট
বুকের পাঁজরে হাড় ক’খানা যেন বেরিয়ে আসছে
ভাঙা ঘরের চালের ফাঁক দিয়ে পড়ছে চাঁদের আলো।


অভুক্ত মুখে খোঁচা খোঁচা সাদাপাকা দাড়ি
পাথর চাপা বুকে কান্নার ক্ষরণ চোখে পড়ে না
খাঁ খাঁ করছে মাঠের পর মাঠ অনাবাদী জমি!


অনাবৃষ্টির করাল ছায়া ক্রমশ ঘনিয়ে আসছে নীল অন্ধকারে
প্রতিটা দিন নষ্ট হয়ে যাচ্ছে রঙহীন নীরবতা
বুক ফাটা হাহাকার শুনবে কে জানে না কেউই!


আধুনিক সভ্যতার মুখে ঝামা ঘষে দিয়েছে অনাবৃষ্টি
বোবা কান্নায় ভেঙে পড়ে শ্রমজীবী অসহায় মানুষ
বেঁচে থাকার সামান্য অধিকার যেন হারিয়ে ফেলেছে দুঃখী জীবন!


              ******