একূল ভাঙে ওকূল গড়ে
নদীর এটাই রীতি
সম্পর্ক যেন ঠুনকো পাড়
কাটে না কখনও ভীতি!

অন্ধ সময় বুকের মাঝে
সদাই বলে কথা
একটি ঘরে দুটি হৃদয়
বাড়ছে তবুও ব্যথা।

বিবর্ণ হ্রদে ভালোবাসা ডোবে
চুক্তিতে হয় সুখ
ওষ্ঠ জুড়ে অভুক্ত সুখের
বাড়ছে ক্রমেই ভুখ।

শিউলি ফুলে গাঁথা মালা
ছড়ায় উদাসী গন্ধ
ভালোবাসার ঝর্ণা ধারায়
মিলনের গান বন্ধ।

আলোর ভুবন রামধনু রঙ
চোরা স্রোতের টান
ভালোবাসা একটি সাগর
জোছনা আলোতে স্নান।

      *****
      
রচনাকাল -
১২ই সেপ্টেম্বর ২০২৪