মানুষ ছুটছে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতাল
যদি কোথাও পাওয়া যায় একটুখানি বাঁচার ঠিকানা
অক্সিজেন, মানুষ বুঝছে আজ কত মূল্যবান অক্সিজেন।


দমটা বেরিয়ে যাবার জন্যে ছটফট করছে –
সামান্য একটু অক্সিজেন পেলেই হয়তো বেঁচে যাবে
কিন্তু কে দেবে, সব জায়গায় শুধুই নেই নেই হাহাকার।


স্যালাইন, রক্ত সবই আছে নেই শুধুই অক্সিজেন –
কী দুঃসহ জীবন মৃত্যুর খেলা চলছে সারা দেশ জুড়ে
হাসপাতালে নেই বেড, গাছতলাতে চলছে রোগীদের পরিসেবা।


জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে বোবা পরিবার পরিজন
মৃত্যু মিছিল আর কতদিন চলবে কেউ জানে না
সারা দেশটা কেমন যেন অক্সিজেন শূন্য হয়ে গেছে।


কে কাঁদবে কার জন্যে, শুকিয়ে যাচ্ছে চোখের হ্রদ
মাটির পৃথিবী বড় কাঁদছে, বড়ই দুঃখে আছে মানুষের জীবন
প্রখর সূর্যের তাপে পুড়ে যাচ্ছে আনন্দ উচ্ছ্বাসের স্রোত।


        *******


রচনাকাল – ১০/০৫/২০২১