লিখতে গেলে হাতটি কাঁপে
পড়তে গেলেই ভয়
বয়েস এখন আশির কোটায়
শরীরে ধরেছে ক্ষয়।


কাশতে কাশতে দম বন্ধ
মুখে ওঠে রক্ত
বুকের অলিন্দে বোবা ইতিহাস
দু'হাত হবে কী শক্ত!


খাটতে খাটতে বেঁকেছে শরীর
দু'চোখ ঢুকেছে গর্তে
শ্রমের মূল্য পায়নি কখনো
বাঁচবে কোন শর্তে?


ভোরের সূর্য ওঠে আর ডোবে
দু'চোখ হয় না বন্ধ
কষ্টের মিছিলে ওরা পদাতিক
দেবতা আজও অন্ধ!


প্রভাতের রঙ এতো সুমধুর
হয় নি কখনো দেখা
মাঝ রাত্তির যায় পেরিয়ে
দুখের কাব্য লেখা।


        ******


রচনাকাল  - ২২|১১|২০২১