জিততে চেয়েছি বার বার -
কিন্তু শেষ মুহূর্তে হেরে গেছি অলীক অজ্ঞতায়
পরাজয়ের গ্লানি বইতে বইতে ভীষণ ক্লান্ত।


সূর্যাস্তের ধূসর রঙ সর্বদা গ্রাস করছে
মরীচিকার পিছনে ছুটে বেড়িয়েছি চিরকাল
জয়ের গন্ধ পেয়েও জিততে পারেনি কখনও।


জীবনের খেলায় জয় পরাজয় থাকবেই
তাই বলে একটিবারও জয়ের মুখ দেখতে পাব না
সব্বাই মৃদু হেসে পাশ কাটিয়ে চলে যায়।


কী যোগ্যতা আছে যে সবাই হেসে কথা বলবে
হেরো মানুষের জন্যে শুধুই অবহেলা প্রাপ্য
সম্মাননীয় মানুষ হলেই তবে না সম্মান করবে!


কেউ তোমার চোখের জল মোছাবে না
নিজের কান্নাটাকে হাসিতে রূপান্তর করা জানতে হবে
সেজন্য চাই একটা জয়, পরাজয়ের গ্লানি আর কতকাল বয়ে বেড়াবে?


              *******


রচনাকাল - ১৮|১১|২০২১