বালুচরের মরা ঝিনুকের মতো নশ্বর মানুষের জীবন
সব্বাই একটু পরশপাথরের স্পর্শ পেতে চায়
পরশপাথর কী চাইলেই পাওয়া যায়, নাকি সবটাই কল্পনা!


অভুক্ত মানুষের  পাঁজর মাড়িয়ে যাচ্ছে তেজালো রোদ্দুর
ঠোঁটের কোণে এক চিলতে হাসি কবে দেখেছি মনে পড়ে না
পরশপাথরের স্পর্শে যদি ভাগ্যের চাকাটা বদলে যায় কেমন হয়!


ছোট্ট জীবন হামাগুড়ি দেয় অলীক সুখের খোঁজে
ধুলো ওড়া পথে আজও শোনা যায় স্বপ্নভঙ্গের যন্ত্রণা
দিগন্তরেখায় মিলিয়ে যাচ্ছে ক্লান্ত সূর্যের শেষ আলোক রশ্মি।


দারিদ্র্যের বর্ণমালা আজও খুঁজে বেড়ায় পরশপাথরের স্পর্শ
ঋণের বোঝায় শিরদাঁড়া ক্রমশ বেঁকে যাচ্ছে -
হৃদয়ের মণিকোঠায় তুলে রাখা স্বপ্নগুলো ঝাপসা হয়ে আসছে।


পরশপাথর বলে কিচ্ছু নেই, কিচ্ছু হয় না
ভাগ্যের চাকাটা কবে ঘুরবে সঠিক পথে কেউ জানে না
তবুও আশায় বাঁচে মানুষ যদি কোনোদিন পরশপাথরের স্পর্শ পায়।


          ********


রচনাকাল - ০৬/০৪/২০২১