ডুবে গেছে চাঁদ  -
ডুবে গেছে অন্ধকার অতীত
মাঝ রাত্তির জোনাকি পাহারা দেয়
সব মনে পড়ে যায় ধূসর ছাই রঙের নিস্তব্ধ সময়।


পারিজাত ফুলের গন্ধ ভেসে আসে মরা ঝিনুকের বুক থেকে
সাঁঝবাতির নিভু নিভু আলোয় আলোকিত  হয় জীবন
তবুও অধরা থেকে অনেক অচিন কাব্য।


ঈগল পাখির ডানা ছুঁয়ে চলে যায় মেঘের দল
ধূসর গোধূলির মাঠে আজও খেলা করে ব্যঙ্গমা ব্যঙ্গমি
কতো বসন্ত পেরিয়ে যায় তবুও ওদের খেলা শেষ হয় না।


জীবনের রঙ কেন হয়ে যায় বিবর্ণ  -
মানুষের জীবনে কেন বসন্ত থাকে না আজীবন
একঝাঁক উলঙ্গ জোনাকির আলোয় বেঁচে থাকার পথ খুঁজে নেয় মানুষ।


          *********


রচনাকাল  - ১৩|০৬|২০২২