সোহাগের লোভে পরকীয়া নদী
ছুটছে তীব্র বেগে
সাগর মোহনায় হয় মিলন
সারা রাত্তির জেগে।


বাসনা সুরভি হবে মধুর
থাকলে অচিন ঢেউ
শুনবেনা নদী কারুর কথা
যতই লাগুক ফেউ!


সব উপনদী শুকিয়ে মরে
সোহাগ সঙ্গম তরে
জোয়ার ভাটার খেলা অবিরাম
দুনয়ন ওঠে ভরে।


বাঁধন ভাঙা ঢেউকে নিয়ে
চলে সঙ্গম লীলা
মিলন হলেই বদলায় রঙ
এটাই প্রকৃতির খেলা।


নারী পুরুষের পরকীয়া প্রেম
সমাজ বলেনা ভালো
তবুও মানুষ সোহাগের রোদে
পুড়েই হবে কালো!


লজ্জা হলো নারীর ভূষণ
পুরুষও সমান দোষী
পরকীয়া প্রেমে উঠছে মেতে
তবুও আসে হাসি?


       *******


রচনাকাল -  ২৫/০৩/২০২১