চাষের জমি গেছে ভেসে
কৃষক কোথায় দাঁড়াবে এসে!



কাটবে কবে হিংসার মেঘ
হৃদয়ে রেখোনা কঠিন জেদ।



ঝরা পাতাদের কান্না শুনি
হিমেল বাতাসের প্রহর গুনি।



নলেন গুড়ের বরফি মোয়া
গ্রাম বাংলার পাবে ছোঁয়া।



মিষ্টি রোদ করছে খেলা
শীতের দিনে পৌষ মেলা।



বই মেলাতে বইয়ের গন্ধ
বই পাগলরা বইতে অন্ধ।



সিঁড়ি ভাঙ্গার চলছে লড়াই
পড়লে ধপাস, যাবে বড়াই!



পাখির মত উড়তে চায়
আজব জীব মানুষ হায়!



লক্ষ্য যদি থাকে স্থির
পাবেই তুমি সুখের নীড়।


১০
দশেরা উৎসবে পুড়ছে রাবণ
অশুভ শক্তির হবে নিধন।


    *****