সুখের ঘরে হচ্ছে চুরি
পিছন থেকে মারছে ছুরি।



দিওনা ফেলে বাসি রুটি
অভুক্ত মানুষ খাক দুটি!



বিয়ে বাড়ির খাবার ডাস্টবিন ভরে
অভুক্তরা সেখানে লড়াই করে।



দীপাবলিতে জ্বলুক আলো
সবাই যেন থাকে ভালো।



জ্বলে না আলো বস্তির ঘরে
সারাটা জীবন আঁধারে ভরে!



মানুষ পাবে আলোর দিশা
কাটবে যখন অমানিশা।



ক’জন বোঝে কান্নার দাম
কৃষক ফেলে সদাই ঘাম।



যমদূত এসে দিয়েছে শমন
মরণকে কেমনে করবো দমন!



বদলাবে না মরণ স্বভাব
কুরে কুরে খায় নিত্য অভাব।


১০
বুকের পাঁজরে রোদের খেলা
শরীর ঝাঁজরা যায় যে বেলা।
     *****