সময় হল ছুটন্ত ঘোড়া
চলতে না পারলে পিছলে পড়া।



দান ধ্যানে হবে পুণ্য
নইলে হবে হৃদয় শূন্য।



সমাজ বলছে তুমি নষ্ট
পরিবারের জন্যে পেয়েছে কজন কষ্ট।



বাসী রুটি দিওনা ফেলে
খেয়ে বাঁচুক গরীব ছেলে।



দিন আনি দিন খাই
কাজ হারালে কোথায় যাই!



সব ঝিনুকে থাকেনা মুক্ত
মুক্ত খুঁজেই মানুষ রিক্ত।



ঘরের ভাঁড়ার হচ্ছে শূন্য
মোদের কী নেই কোন পুণ্য!



ক্রিকেট খেলায় ছক্কা চার
জীবনের বোঝা বড্ড ভার।



বোবা পৃথিবী ডুকরে কাঁদে
চালাক মানুষ পড়েছে ফাঁদে।


১০
বিপদে পড়লে ডাকি ঈশ্বর
মানুষের শরীর জেনো নশ্বর।


        ******