বন্ধ খাঁচা দাও না খুলে
পাখিরা উড়ুক আকাশ নীলে।



বাঁচতে গেলে লাগবে টাকা
নইলে জীবন সবই ফাঁকা।



লোভ হিংসায় মানুষ অন্ধ
শরীর থেকে বেরোয় গন্ধ!



ভাঁড়ার পূর্ণ হয়েছে পাপে
রসাতলে নামবে ধাপে ধাপে।



সাদা পোশাক সাদা মন
সবই যাবে, পাপের ধন!



দুহাতে করেছি অনেক পাপ
দিও না প্রভু – অভিশাপ!



গরীবের রক্তে বাঁচে ধনী
ধনীরা কী ভাবে, ওরাও ঋণী!



চাষের ফসল যদি হয় নষ্ট
কৃষকের বাড়বে নিদারুণ কষ্ট।



পরকে কাঁদিয়ে কী পাও সুখ
ততধিক পাবে তুমিও দুখ!


১০
দশ মাস মায়ের পেটে
জায়গা হয়না ছেলের ফ্ল্যাটে!


   *****