হৃদয় জুড়ায় আগমনী সুর
শারদ মেলার নেই তো দূর।


          ২

শিউলি ফুল নীরবে ঝরে
মায়ের মুখটি দেখে হৃদয় ভরে।


          ৩


অনাথ শিশুর ধরবো হাত
দেখবো না তার কোন জাত।


           ৪


গরীবের ভিটেতে ঘুঘু চরে
দালাল প্রমোটারের পকেট ভরে।


            ৫


মাটির মানুষ মাটির জীবন
সুখের খোঁজে আসলো মরণ।


            ৬


ভালোবাসার মোহে ছেড়েছি ঘর
রঙিন জীবন উঠেছে ঝড়।


           ৭


কঠিন জীবন হৃদয় মাঝে
লুকিয়ে কাঁদি সকাল সাঁঝে।


             ৮


অঞ্জলি দেবো দুহাত ভরে
বিপদে মাগো যেওনা সরে।


             ৯


মুখোশ পরে হাসে সবাই
গরীব মানুষ হচ্ছে জবাই।


             ১০


পয়সা লাগেনা কিনতে সুখ
ভালবাসা হারালে পাবে দুখ।


       ******