শরীরের অলিতে গলিতে ধরেছে পচন
গলিত লাশের মতো ধীরে ধীরে খসে যাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ
ঠোঁটের কোণে জমে আছে চাপ চাপ রক্ত।


পচনের কোনো নির্দিষ্ট বাসস্থান নেই
ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর এই পচনের রূপ
সারা শরীরটা জ্বালিয়ে দেবে ভিতরের প্রতিটি তন্ত্রীতে।


বৈশাখের দাবদাহে পুড়ে যাচ্ছে প্রকৃতি
মানুষ পুড়ছে সারাটা জীবন  -
পচন কীভাবে রুখবে জানে না!


একটা সময় মুখে ছিল রামধনু রঙ হাসি
এখন হাসিটুকু বদলে যাচ্ছে যুদ্ধের রঙে
উইপোকা কুরে কুরে খায় জীবন অলিন্দের সৌরভ।


ভালো থাকার লড়াইটা আজও ছাড়েনি মানুষ
কোকিলের ডাকে এখনও বসন্ত আসে এই পৃথিবীতে
পচন আছে থাকবে, সে সমাজে হোক কিংবা মানুষের অন্তরে।


              *******


রচনাকাল  - ২৪|০৪|২০২২